

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় ১টি ও উপজেলা পরিষদ ভবনের সামনে ২টি ককটেল হামলার ঘটনা ঘটে। উপজেলা পরিষদে কোন ক্ষয়ক্ষতি না হলেও থানার বিস্ফোরণ স্থলে টাইলস ও চেয়ার টেবিল সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।
আর এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২)। তারা সবাই থানায় কর্তব্যরত ছিলেন।
কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১০টার দিকে ডিউটি রুমে কাজ করছিলেন আহত পুলিশ সদস্যরা। কিছু বুঝে উঠার আগে হঠাৎ বিকট শব্দে ১টি ককটেল বিস্ফোরিত হয়। এতে দায়িত্বরত তিনজন আহত হয়। পরে আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে উপজেলা পরিষদ ভবনের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেখানে কোন ক্ষতি হয়নি।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, আহতরা জানিয়েছেন, থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল, তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১০টার দিকে থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়েছে। এই ঘটনায় থানার পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক তার অফিস চত্বরে ২টি ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে বলেন, বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

