

কেরানীগঞ্জ প্রতিনিধি: একটি রাজনৈতিক দল এখন মানুষের ঘরে ঘরে গিয়ে বেহেস্তের টিকেট দেখিয়ে ভোট চাচ্ছে। তারা জনগণকে বলছে— তাদের ভোট দিলে জান্নাত নিশ্চিত। নাউজুবিল্লাহ, রাজনীতি মানে মানুষের সেবা করা, ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট চাওয়া রাজনীতি নয় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা, আলহাজ্ব আমান উল্লাহ আমান।
আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা ইস্পাহানি ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই এই দেশের ভবিষ্যৎ, তোমাদের হাতে আগামী দিনের বাংলাদেশ। তাই তোমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে দায়িত্বশীল, সচেতন ও সাহসী।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জে একটি বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই প্রবীণ নেতা।
নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। শাকতা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিন্টু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অলিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জুয়েল, অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

