

জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উপহার দেওয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চারটি বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই, ইসলামিক বই, ৫০০টি করে প্লেট, মগ, জায়নামাজ, ডাস্টবিন, ১২০০টি স্যানিটারি ন্যাপকিন। এছাড়া হলের পঞ্চম তলার জন্য পর্দা ও পাইপ দেওয়া হয়।
এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত রাজনীতি।
সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীরা আমাদের উপহার সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

