

স্প্যানিশ লা লিগায় নিজেদের ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে লড়াই করেও হার সঙ্গী হয়েছে সেল্টা ভিগোর। লেভানডোভস্কির হ্যাটট্রিকে জয়বঞ্চিত হয় স্বাগতিকরা।
রোববার (৯ নভেম্বর) এস্তাদিও আবানকা বালাইদোসে মুখোমুখি হয় দু'দল।
মাঠে জমজমাট লড়াইয়ে ক্ষণে ক্ষণে বদলেছে ম্যাচের রং। দুই দফায় পিছিয়ে পড়ে দু'বারই দারুণভাবে ম্যাচে ফেরে স্বাগতিকরা।
১০ মিনিটে রবার্ট লেভানডোভস্কি এগিয়ে নেয়ার পরের মিনিটেই সমতা আনে সেল্টা ভিগো। ৩৭ মিনিটে এই পোলিশ তারকার গোলে আবারও এগিয়ে যায় বার্সা।
তবে বিরতির আগেই ইগলেসিয়াসের দারুণ গোলে স্কোরলাইন ২-২ করে স্বাগতিকরা। আর ইনজুরি টাইমে ইয়ামালের ফিনিশিংয়ে পিছিয়ে পড়ে সেল্টা ভিগো।
ম্যাচের ৭৩তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে বার্সার জয় নিশ্চিত করেন লেভানডোভস্কি। এই জয়ে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান তিনে কমিয়ে আনলো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
আগামী ২২ নভেম্বর লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের মোকাবিলা করবে কাতালানরা।

