

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি অস্ত্রসহ চার রাউন্ড গুলি। এসময় এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জলসহ ৭ জনকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
বুধবার মধ্যরাতে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করেন।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, দুইটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নিল গান ও একটি চাকু।
আটক হওয়া এনামুল হক মোল্লা সৌদির মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি ছিলেন বলে জানা যায়। বেশ কিছু দিন আগে দেশে ফিরে নিজ এলাকায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে জানান দেয়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুল বারিক জানান, গতকাল মধ্যরাতে বর্মী ইউনিয়নের বরকুল গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে এনামুল হক মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে মোল্লাসহ মোট ৭ জনক আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ম্যাগজিন, গুলিসহ ইলেকট্রিক শর্ট মেশিন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর কারাগারে পাঠানো হয়েছে।

