বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনায় যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ছয় ঘণ্টার জন্য মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে।
সকাল সাতটা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়। যদি সকালের দিকে এক্সপ্রেসওয়ে দিয়ে দুই ও তিন চাকার যান খুব একটা চলেনি।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা পর্যন্ত প্রতিটি যান ২০ টাকা টোল দিয়ে চলাচল করবে। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসে না এসে নিচের রাস্তা দিয়ে গুলশানে যাওয়ার কথা।
এ জন্যই এক্সপ্রেসওয়ের ব্যবহারে কিছুটা শিথিলতা আনা হয়েছে বলে সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। ২০২৩ সালে চালুর পর থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই এবং তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ।