তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: ৪ আগষ্ট কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের দোসর মো. মহাসিন মিয়াকে (৫৫) এলাকাবাসী আটক করে তিতাস পুলিশের নিকট সোপর্দ করেছেন। শনিবার বিকেলে উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে মহাসিনকে আটক করে গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসিন ৪ আগস্টে ছাত্র জনতার ওপর হামলা করেও থেমে নেই। গত বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ নেতা ও জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের সাথে সংঘবদ্ধ হয়ে তিতাস উপজেলার জাসাস এর আহ্বায়ক মো. সামির হোসেন ও তার মায়ের উপর হামলা করে গুরুতর আহত করে। এ ঘটনায় সামির হোসেন বাদী হয়ে তিতাস থানায় একটি মামলা করেছে।
এ বিষয়ে মামলার বাদী সামির হোসেন বলেন, মহাসিন মিয়া ৪ আগস্ট বাতাকান্দি বাজারে ছাত্র-জনতার ওপর হামলা করেও থেমে নেই। গ্রামের মানুষকে এখনোও ভয়ভীতি দেখায় এবং বৃহস্পতিবার বিকালে মজিব চেয়ারম্যানের সাথে সংঘবদ্ধ হয়ে অতর্কিত ভাবে আমার ওপর এবং মায়ের উপর হামলা করে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বিএনপি নেতা সামির হোসেন ও তার মায়ের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এজাহার নামীয় দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। এছাড়াও গ্রেফতারকৃত মহাসিন ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা করেছে এমন একটি ভিডিও আমি দেখেছি।