লক্ষ্মীপুরে জাকির হোসেন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গুরুতর আহত জাকিরকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থায় আশঙ্কাজনক।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মিরিকপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জাকির হোসেন সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার রাতে মিরিকপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন জাকির। এ সময় বাজারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন জাকির হোসেনের পথ গতিরোধ করে। একপর্যায়ে জাকির হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা।
পরে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। তিনি বলেন, জাকির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে কুপানোর চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহিৃত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।