

লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারের (এমএলএস) ফার্স্ট রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। পেশাদার ক্যারিয়ারে ৮৯০তম গোলের দেখা পেয়েছেন এলএমটেন। এতে টানা তিন ম্যাচে দুইয়ের অধিক গোল করলেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন এ মহাতারকা। এদিন ম্যাচ শুরুর আগে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা্র পুরস্কার গোল্ডেন বুট তুলে দেয়া হয় মেসির হাতে ।
শনিবার (২৫ অক্টোবর) ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ন্যাশভিলকে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচের পুরোটা সময় অবশ্য আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। খেলায় ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য নেয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি। বিপরীতে, গোলের জন্য নেয়া ৬টি শটের মধ্যে ন্যাশভিল লক্ষ্যে রাখতে পারে কেবল ৩টি।
প্লে অফের প্রথম রাউন্ডে ম্যাচের ১৯ মিনিটেই লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝামাঝিতে দাঁড়ানো এই তারকা ডানদিকে শরীরটা হালকা শূন্যে ভাসিয়ে দুর্দান্ত এক হেড দিয়ে নাম লেখান স্কোর শিটে। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে মায়ামির পক্ষে ব্যবধান বাড়িয়ে নেন তাদেও আলেন্দে। ৬২তম মিনিটে ইয়ান ফ্রে’র বাড়ানো ক্রসে আলেন্দের গোলটিও আসে হেড থেকে। ইনজুরি টাইমে মেসি আরেক গোল করলে নিশ্চিত হয় মায়ামির জয়। শেষ মূহুর্তে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় অতিথিরা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি-সুয়ারেজরা।
আগামী রোববার (২ নভেম্বর) একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে ফ্লোরিডার ক্লাবটি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৫টায়।

