

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা।
সে লক্ষ্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
এর আগে, সিরিজের প্রথম ম্যাচে আফগানদের দেয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলে জাকের আলীর দল। এরপর ৯ রানের মধ্যে ৬ উইকেট খুইয়ে বিপাকে পড়ে দল। শেষ পর্যন্ত অবশ্য ৪ উইকেট ও ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দল।
দ্বিতীয় ম্যাচে ১৪৮ রান তাড়া করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। ১২৯ রানে অষ্টম উইকেট পতনের পর হারের শঙ্কা উঁকি দেয়। তবে সে ম্যাচেও শঙ্কা উড়িয়ে শেষতক বিজয় কেতন ওড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দুই দলের একাদশ:
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান: সাদিকুল্লাহ অতল, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইস আব্দুল রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, মুজিব উর রহমান।

