ম্যানচেস্টার সিটি ছেড়ে তুরস্কের ক্লাব- ফারেনবাচেতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
২০১৭ সালে ম্যানসিটিতে যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত পারফর্মেন্সের মাধ্যমে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন তিনি। ইংলিশ জায়ান্টদের হয়ে তার ঝুলিতে রয়েছে ৬টি প্রিমিয়ার লীগ ট্রফি, দুটি এফএ কাপ এবং একটি ইউয়েফা চ্যাম্পিয়নস লীগের ট্রফি। এছাড়া দলকে ট্রেবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এডারসন।
অপরদিকে, এই তারকা গোলকিপারের পরিবর্তে পিএসজির সাবেক গোলকিপার ডোন্নারুমাকে দলের ভিড়িয়েছে ম্যানসিটি।
উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছে সিটি। কিন্তু কোনো ম্যাচেই মাঠে নামানো হয়নি এডারসনকে। তখন থেকেই মূলত গুঞ্জন ছিল, সিটি ছাড়ছেন ব্রাজিলিয়ান এই গোলরক্ষক। তার পরিবর্তে গার্দিওয়ালা গোলবারের নিচে দাঁড় করিয়েছেন বার্নলি থেকে দলে ভেড়ানো তরুণ ইংলিশ গোলকিপার জেমস ট্রাফোর্ডকে। কিন্তু তিনি ভরসা জোগাতে পারেননি। বেশ কিছু ভুল করেছেন তিনি।