তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: বাবা-মায়ের ইচ্ছা ছিলো একমাত্র ছেলে বিয়ে করতে যাবে হেলিকপ্টারে চড়ে। বাবা-মায়ের সে ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মানিক ভূঁইয়ার ছেলে বর মো: আরাফাত রহমান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হোমনা উপজেলার জয়পুর কলেজ মাঠে নববধূকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নামলে হেলিকপ্টার ও বর কনেকে এক নজর দেখতে স্থানীয় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হোমনা উপজেলার জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো: মানিক ভূঁইয়ার ছেলে আরাফাত রহমানের সঙ্গে পার্শ্ববর্তী তিতাস উপজেলার নাগের গ্রামের মো: বাবুল হোসেনের মেয়ে মোছাম্মৎ সাদিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর ও কনে পরিবারের আত্মীয়-স্বজনসহ প্রায় হাজার খানেক অতিথিকে দাওয়াত করেন।
বর আরাফাত রহমান বলেন, বাবা-মায়ের শখ ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাব। বাবা-মায়ের শখ পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বরের বাবা মানিক ভূঁইয়া বলেন, আমি ও আমার ছেলে দুইজনই সৌদি প্রবাসী। অনেক আগে থেকেই আমাদের শখ ছিল ছেলের বিয়ে স্মরণীয় করে রাখবো। রাজকীয়ভাবে ছেলেকে বিয়ে করাবো। তাই ২ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেছি। তিনি মনে করেন এই আয়োজনের মধ্য দিয়ে তার এবং পরিবারের শখ পূরণ হয়েছে।
কনের বাবা বাবুল হোসেন বলেন, আমার জামাই তার বাবা-মায়ের শখ পূরণে হেলিকপ্টারে চড়ে আমাদের বাড়ি এসেছে। এতে আমরা খুব আনন্দিত।
হেলিকপ্টার দেখতে আসা হাজী মোসলেম বলেন, আমি কখনো হেলিকপ্টার দেখিনি। এখানে হেলিকপ্টার আসবে শুনে দেখতে আসলাম। হেলিকপ্টার দেখতে পেয়ে খুব আনন্দ পেয়েছি।
স্থানীয় নাজিম উদ্দিন ও আযুবসহ একাধিক ব্যক্তি বলেন, এই হেলিকপ্টার ওঠানামা দেখার জন্য গ্রামের বহু মানুষ ভিড় করেছিল। এ ধরনের আয়োজন আমরা আমাদের এলাকায় আগে কোনদিন দেখিনি। হেলিকপ্টার দেখতে পেয়ে আমরা খুব আনন্দ পেয়েছি।