ঢাকা
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:৩২
প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৫
আপডেট: জানুয়ারি ১০, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ১০, ২০২৫

একসঙ্গে সাবেক ও বর্তমান ৫ মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশটির সাবেক ও বর্তমান পাঁচ প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এ শেষকৃত্যানুষ্ঠানে শ্রদ্ধা জানান তারা।

এ সময় দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান পাঁচ প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন। তারা সবাই উপস্থিত হন দেশটির ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষ বিদায়ের অনুষ্ঠানে।

ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে মার্কিন প্রেসিডেন্টরা ছাড়াও জিমি কার্টারকে শেষ বারের মতো শ্রদ্ধা জানাতে হাজির হন হাজার হাজার মানুষ। সেখানে তার উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তাকে স্মরণ করা হয় একজন মহৎ নেতা হিসেবে। বাইডেন বলেন, ‘স্বাধীনতা আর ক্ষমতা চরিত্রের চেয়ে বড় কিছু নয় তা কার্টার প্রমাণ করে গেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার বিভিন্ন সময়ে মুখোমুখি হয়েছেন নানা প্রতিকূলতার। তারপরও পরবর্তী প্রজন্মকে শিখিয়ে গেছেন কীভাবে নেতৃত্ব দিতে হয়। তিনি বিভিন্ন আন্তর্জাতিক নীতি প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি, চীনের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণ এবং পানামা খাল নিয়ে পানামার নিয়ন্ত্রণের জন্য চুক্তি।

গত দুই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ক্যাপিটল রোটান্ডায় গিয়ে কার্টারের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লাখো মানুষ। শোকসভায় অংশ নেয়া বহু মানুষ কার্টারের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন। তিনি যে ধরনের চরিত্র নিয়ে দেশ পরিচালনা করেছেন, তা আজকের রাজনৈতিক পরিবেশে বিরল বলে অনেকে মনে করেন।

শোকসভা শেষে কার্টারের মরদেহ জয়েন্ট বেস অ্যান্ড্রু থেকে জর্জিয়াতে পাঠানো হয়েছে। তাকে সমাহিত করা হবে প্লেনস শহরে। গত ২৯ ডিসেম্বর ১০০ বছর বয়সে জর্জিয়ার প্লেইনসে মারা যান জিমি কার্টার।

পাঁচজনকে একসঙ্গে এক মঞ্চে পাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা- এমনটাই বলছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

এর আগে ২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট এইচডব্লিউ বুশের শেষকৃত্যে হাজির হয়েছিলেন ট্রাম্প। সে সময়ে বারাক ওবামার সঙ্গে হ্যান্ডশেক করলেও হিলারি ক্লিনটন ও বিল ক্লিন্টনের সঙ্গে কোনো ধরনের করমর্দন বা বাক্যালাপ করেননি ডোনাল্ড ট্রাম্প।

বিগত কয়েক বছরে মার্কিন রাজনীতিতে সহনশীলতা এসে ঠেকেছে তলানিতে। একে অন্যের মুখ দেখাদেখি না করার এ রাজনৈতিক সংস্কৃতি হয়তো রাতারাতি বদলাবে না; তবে মানবতাবাদী হিসেবে বিখ্যাত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য কিছুক্ষণের জন্য হলেও একই মঞ্চে নিয়ে এসেছে রিপাবলিকান আর ডেমোক্রেটদের।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram