নোয়াখালীর বেগমগঞ্জে বালুবাহী দুইটি ডাম্প ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ডাম্প ট্রাকের চাকা পাংচার হলে নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোরে একই দিক থেকে বালুবোঝাই আরেকটি ডাম্প ট্রাক এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
এ সময় ধাক্কা দেয়া ট্রাকের হেলপার সজীব ও তার সহযোগী সাকিব ঘটনাস্থলেই প্রাণ হারায়। ট্রাকের চালক আহত হলেও সে পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।