

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার বাসাইলে স্বামী কর্তৃক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি স্বামী আকাশ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র্যাবের আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলার মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত পর্নোগ্রাফি মামলার আসামি আকাশ (২৫) কে গ্রেফতার করে। আসামি আকাশ বাসাইল উপজেলার বাঘিল গ্রামে আ: জলিল ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এজাহারের বিবরণে জানা যায় যে, ধৃত আসামি আকাশ কৌশলে বাদীর আপত্তিকর স্থিরচিত্র ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। বিবাহের পরে যৌতুকের জন্য মারপিট করলে ভিকটিম যৌতুক মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে ধৃত আসামি তার মোবাইলে ভিকটিমের ধারণকৃত আপত্তিকর স্থিরচিত্র ও ভিডিও ভিকটিমের মোবাইলে সরবরাহসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ৪ জানুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্তসহ পলাতক আসামিকে গ্রেফতারে তৎপর হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, র্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

