ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৪৯
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫
আপডেট: নভেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মী নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহাবুব আলম দুলাল (৪০) নামে সমাজসেবা অফিসের এক ইউনিয়ন সমাজকর্মী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একই অফিসের সহকর্মী খায়রুল ইসলাম।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামের পলি উদ্দীনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে দুই সহকর্মী মোটরসাইকেলে করে রাণীশংকৈল সমাজসেবা অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে খুটিয়াটুলি এলাকায় আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এসময় নেকমরদগামী একটি কাভার্ড ভ্যান (পিকআপ) মাহাবুবের ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকেই উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খায়রুল ইসলামকে পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুঃসংবাদ শুনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমসহ সহকর্মীরা হাসপাতালে ছুটে যান। অনেকেই সহকর্মীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কমলেশ বলেন, ‘ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। দুর্ঘটনা নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram