

এমকে ভুইয়া সোহেল, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আহমেদ আযম খান বলেছেন, দু-একটা দল যাদের ভোটের মাঠে ভোট নেই, তারা নির্বাচন পেছাতে চেষ্টা করছে। মনে রাখতে হবে যার ভোটের মাঠে ভোট নেই, দশ বছর পরে নির্বাচন করলেও তার বা তাদের ভোটের মাঠে ভোট বাড়বেনা। কিন্তু নির্বাচন দেরী হলে লাভবান তারা কিছুটা হতে পারে ,কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দেশ।
“আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন” উপলক্ষে মঙ্গলবার (০৫ আগষ্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগের সাংবিধানিক নিয়ম মেনেই নির্বাচন হবে। ঐক্যমত কমিশনেও আমাদের সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে একেবারে সম্পূর্ণ ঐক্যমত হয়েছে যে, এবারের নির্বাচন পিআর পদ্ধতিতে হবেনা। দু-একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলেছে। সেখানেও তাদের পিআর পদ্ধতির সম্পর্কে অজ্ঞতার, না জানা-বোঝার জটিলতা দেখা গেছে। আগে জনগণকে পিআর পদ্ধতি সম্পর্কে অবহিত করে তারপর ভবিষ্যতে পিআর পদ্ধতির কথা বিবেচনা করা হবে।
আযম খান আরো বলেন, এক বছর সময়ের মধ্যে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো স্থবির হয়ে আছে বিনিয়োগ, ব্যাংকিং ব্যাবস্থা। দেশের রাজনৈতিক গোষ্ঠী এবং বিদেশীরা এখনো কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। দেশী বিদেশী অনিশ্চয়তা কাটাতে দেশী এবং বিদেশী বিনিয়োগের জন্যে অর্থনীতিকে চাঙ্গা করতে অবশ্যই দ্রুতই নির্বাচন দরকার।
তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সাথে ঐতিহাসিক বৈঠকে ফেব্রুয়ারীর মাঝামাঝি নির্বাচন হবে এমন আলোচনাই বের হয়ে এসেছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা সুলতানা রুবী, বিএনপি’র সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপি’র সভাপতি আকতারুজ্জান তুহীন, সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ প্রমুখ।

