রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্ববর্তী কৃষি জমি থেকে মো. একরাম (১৩) নামে এক রোহিঙ্গা বালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানিপুল এলাকার একটি কৃষি জমি থেকে আসামি রোহিঙ্গা যুবক মো. কামাল হোসেনের (২৮) দেওয়া তথ্যমতে সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা বালকের লাশ উদ্ধার করতে সক্ষম হন কক্সবাজার জেলার উখিয়া থানা পুলিশের একটি টিম।
নিহত রোহিঙ্গা বালক মো. একরাম (১৩) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ১০ নম্বর ক্যাম্পের জি-৩৭ ব্লকের মো. ইদ্রিসের পুত্র।
এ হত্যাকান্ডে জড়িত আসামি রোহিঙ্গা যুবক মো.কামাল হোসেন (২৮) একই উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-১০ ব্লকের আবুল কাশেমের পুত্র। তিনি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বিবিসি নামক একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ছাড়াও ভিকটিম ও আসামি সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে।
জানা যায়, প্রায় ১৩ দিন পূর্বে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভাগিনা মো. একরামকে অপহরণ করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিয়ে আসেন মামা মো. কামাল হোসেন। পরে বিভিন্ন মাধ্যমে আসামি মো. কামাল হোসেন ভিকটিম মো. একরামের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করেন। পরে মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে ভিকটিম মো. একরামকে হত্যা করে লাশ কৃষি জমিতে পুঁতে রাখেন আসামি মো.কামাল হোসেন।
এ ঘটনায় কয়েকদিন আগে কক্সবাজার জেলার উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়। সে অভিযোগের প্রেক্ষিতে উখিয়া থানা পুলিশ আসামি মো. কামাল হোসেনকে আটক করেন। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকান্ডের বিষয়টি শিকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও তাকে সাথে নিয়ে সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া থানা পুলিশের একটি টিম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানিপুল এলাকার একটি কৃষি জমি থেকে ভিকটিম মো. আকরামের লাশটি উদ্ধার করতে সক্ষম হন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, সাতকানিয়া থানা পুলিশের সহযোগিতায় কক্সবাজারের উখিয়া থানা পুলিশের একটি টিম আসামিকে সাথে নিয়ে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের পাঠানিপুল এলাকার একটি কৃষি জমি থেকে এক বালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর উখিয়া থানা পুলিশ নিয়ে গেছে।