ঢাকা
৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০১
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৫

আন্ত:জেলা বাস ডাকাতদলের মাস্টারমাইন্ড ডাকাত সর্দার আলমগীর গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটনার মাস্টারমাইন্ড ডাকাত সর্দারসহ আরো দুইজন ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। এর আগে একই ঘটনায় আরো ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করা হয়।

আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মো. আলমগীর হোসেনকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া তার আপন ভাই রাজিব হোসেনকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ টাঙ্গাইল জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম ওরফে মহিদুল মুহিত (২৯), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মো. সবুজ (৩০) ও ঢাকার সাভারের টান গেন্ডা এলাকার আবুল হোসেনের ছেলে শরীফুজ্জামান ওরফে শরীফ (২৮)। এদের মধ্যে শহিদুল ইসলাম ওরফে মহিদুল বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি ও ঢাকা জেলার সাভার মডেল থানায় একটি বাস ডাকাতি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল, মহিলা যাত্রীদের হাত থেকে লুন্ঠিত দুই জোড়া চিকন এ্যামিটেশনের চুড়ি, ৩টি ব্যাগ, এনআইড কার্ড ৩টি, এটিএম কার্ড ১টি, ২টি ছুরি ও ২টি রুপার আংটি উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্স ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে পাঁচদিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসে নারী যাত্রীদের ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

তিনি আরও বলেন, ঘটনাটি বিভিন্ন জেলাব্যাপী বিস্তৃত থাকায় কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জিং ছিল। তারপরও আমরা অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অন্য অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram