ঢাকা
৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ে বিচ্ছেদের হার ৩৬.২৮ শতাংশ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দিন দিন বিয়ে বিচ্ছেদের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় হিসাব বলছে, প্রতি ১০০টি বিয়ের মধ্যে প্রায় ৩৬টি বিচ্ছেদে গড়াচ্ছে- যা সামাজিক ও পারিবারিক কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।

ভূঞাপুর উপজেলা ও পৌর কাজী অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৮৩৭টি বিয়ে হয়েছিল, যেখানে ৩১৯টির বিচ্ছেদ হয়। এক বছর পর ২০২৪ সালে বিয়ে বেড়ে ৯২৯টিতে পৌঁছায়, একই সঙ্গে বিচ্ছেদের সংখ্যা ১৮টি বেড়ে ৩৩৭টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ মোট বিয়ের তুলনায় বিচ্ছেদের হার ৩৬.২৮%।

তথ্যানুসন্ধানে দেখা যায়, এ উপজেলার নিকরাইল ইউনিয়নে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সেখানে গত বছর ১১৩টি বিয়ে বিচ্ছেদ হয়েছে। এছাড়া গোবিন্দাসী ইউনিয়নে ৩৯টি, গাবসারা ইউনিয়নে ৪৮টি, অর্জুনা ইউনিয়নে ৫৭টি, অলোয়া ইউনিয়নে ৩২টি, ফলদা ইউনিয়নে ৪২টি এবং পৌর এলাকায় (তিনটি কাজী অফিসে) ৪১টি বিচ্ছেদের ঘটনা ঘটেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, বিয়ে বিচ্ছেদের পেছনে বাল্যবিয়ে, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, পরকীয়া, নারীর প্রতিবাদী রূপ, নারী শিক্ষার অপ্রতুলতা, স্বামীর মাদকাসক্তি, দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকা, শ্বশুর-শাশুড়ির নির্যাতন, যৌতুকের চাপ, স্বামীর নির্যাতন প্রভৃতি কারণে বিয়ে বিচ্ছেদ ঘটছে।

জানা যায়, স্থানীয় সমাজে বিয়েকে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বন্ধন হিসেবে দেখা হয় এবং পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামের বেশিরভাগ কৃষক পরিবারে তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে হয়ে থাকে। যেখানে সামাজিক ঐতিহ্য ও পারিবারিক সম্মান বজায় রাখার গুরুত্ব বেশি থাকে।

স্থানীয় সামাজিক সংগঠন ও সমাজকর্মীরা জানান, বিয়ের প্রবণতা নির্দিষ্ট সামাজিক কাঠামো এবং সংস্কৃতির ওপর বহুলাংশে নির্ভরশীল। তাই প্রথাগতভাবে তরুণ-তরুণীদের বিয়ে দেওয়া হয়। যুবক-যুবতী হয়ে বিয়ের সংখ্যা খুবই কম। তবে বেশিরভাগ তরুণ-তরুণীরা বর্তমানে স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে চাইলেও সামাজিক চাপের কারণে তা সম্ভব হয়ে ওঠে না।

কয়েকজন তরুণী নাম প্রকাশ না করে জানায়, তারা শিক্ষার মাধ্যমে জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে চান। পরিবারের অনাগ্রহ এবং সমাজের দিকে তাকিয়ে তারা অনেক সময় নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না।

একই শর্তে একাধিক নারী জানায়, সামান্য কারণে একজন নারী কখনও বিয়ের বিচ্ছেদ চায় না। শারীরিক ও মানসিক নির্যাতন যখন সীমা অতিক্রম করে, ধৈর্যের বাঁধ ভেঙে যায়- কেবল তখনই বাধ্য হয়ে এ কাজ করতে হয়। তখন তাদেরকে ‘ডিভোর্সী’ তকমা দিয়ে হেয় চোখে দেখা হয়। এক বিচ্ছেদকৃত নারী জানান, পারিবারিক অশান্তি এবং আর্থিক সংকট তাদের সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি করেছে। এখন তিনি ডিভোর্সী তকমা নিয়েও স্বাধীনভাবে জীবন শুরু করতে চান।

মো. মনির নামে নামে এক যুবক জানায়, তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের বিবাহিত সময় ভালোই যাচ্ছিল- তার একটা সন্তান আছে। কিন্তু তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে সাজানো মামলা দিয়ে তাকে জেলে পাঠায়। তারপর স্ত্রী তাকে তালাক দেয়।

ভূঞাপুর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান জানান, বিচ্ছেদ বা পরিবার ভাঙার ক্ষেত্রে সমাজের একটি নেতিবাচক মনোভাব থাকে। তবে পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলার চেষ্টা করতে হবে।

ভূঞাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম জানান, বাল্য বিয়ে প্রতিরোধে তারা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। বিয়ে বিচ্ছেদ সম্পর্কে তারা কাউন্সিলিং শুরু করেছেন। তবে এ ক্ষেত্রে অভিভাবকদের বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে- তবেই সমাধান পাওয়া সহজতর হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram