দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে দিলবার চৌধুরী নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত ২টায় গৌরীপুর বাসস্ট্যান্ডের মোড় থেকে মডেল থানা পুলিশের বিশেষ একটি টিম এবং গৌরীপুর ফাঁড়ির তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম দিলবার চৌধুরীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ধৃত আসামি দিলবার চৌধুরী দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুটি হত্যা মামলার এজহারনামীয় আসামি।
তিনি আরও বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২টায় আসামিকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।