রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী জীপ (চাঁদের গাড়ি) উল্টে ৭ পর্যটক আহত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট থেকে সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মাচালং এর একুজ্জাছড়ি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, ‘সাজেকে দুর্ঘটনায় ৭ পর্যটক আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাদের দুজনকে খাগড়াছড়িতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বাকিরা সাজেকে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’