মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ময়ুরখিল এলাকায় পারিবারিক কলহের জের ধরে ছেলে ক্ষিপ্ত হয়ে নিজ বাবাকে কুপিয়ে গুরুতর আহত করলে মুমূর্ষু অবস্থায় পিতা বিনোদ বিহারী (৭৫) চমেক মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল খুনি ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে বিনোদবিহারী মজুমদার (৭২) কে নিজ ছেলে খোকন মজুমদার (৩৫) কে ধাড়ালো দা দিয়ে কোপালে তিনি গুরুতর আহত হবার পর চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় পিতা বিনোদ বিহারী মারা যান। তার মৃত্যুতে ময়ুরখিল এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
গতকাল পুলিশ পিতা হত্যার খুনি ছেলে খোকন মজুমদারকে গ্রেফতার করেছে। এলাকাবাসী খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।