হবিগঞ্জ প্রতিনিধি: র্যাব-৯ এর পৃথক অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৪৫ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিমছাপৈর গ্রামের আঃ কদ্দুছের ছেলে রুয়েল আহমেদ (২৬), কিরদা কাপন গ্রামের কিরণ মিয়ার ছেলে হোসেন ওরফে আফজাল হোসেন (২২), শান্তিগঞ্জ উপজেলার পাগলা গ্রামের শাজলু মিয়ার ছেলে আজাদ মিয়া (২৩), বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে সোয়েব মিয়া (২৭), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নয়ানি গ্রামের হোসেন (২৪)।
সোমবার (৬ জানুয়ারি) রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, র্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।