রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে এক আসামী সজীবকে ধরতে গেলে, পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় আসামী। সে পাট্টা ইউনিয়ন যুবলীগের নেতা।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর রাতে পাংশা থানায় কর্মরত এসআই শাহরিয়ার, এসআই শিহাব ও এসআই শাওন মোটরসাইকেল যোগে পাংশা থানার মামলা নং-০৪(৮)২৪ এর এজাহার নামীয় ২ নং আসামী সজীবকে ধরতে গেলে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পাংশা থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, পাংশা থানার পাট্টা ইউনিয়নের পাট্টা বিল পাড়ায় সজীব নামের এক আসামিকে ধরতে যায় পুলিশ। আসামীর বাড়ির পাশের একটি মুদি দোকানের সামনে আসামীকে পেলে গ্রেফতার করতে গেলে আসামী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আসামীর কাছে থাকা পিস্তল দ্বারা পুলিশদেরকে উদ্দেশ্য করে একাধিক গুলি ছুড়ে পালিয়ে যায়।
পরে সারা রাত অভিযান চালিয়েও পলাতক ওই আাসামীকে আর পাওয়া যায়নি।