ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে কিছু কমলা সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে এলেও পরে বিক্ষোভকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জকিগঞ্জ স্টেশন দিয়ে কেবল ভারত থেকে মালামাল আমদানি করা হয়। কোনো পণ্য রফতানি হয় না। আজ সকালের দিকে কিছু কমলা বাংলাদেশে এসেছে। পরে ওই পাশের (করিমগঞ্জ) একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি।
জানা গেছে, সোমবার দুপুরের দিকে করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। তাদের কর্মসূচির নাম ছিল ‘চল বাংলাদেশ’। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে বাংলাদেশে মালামাল আমদানি কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।
এসময় বিক্ষোভকারীদের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি (লেটার অব ক্রেডিট) করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে সীমান্তের বাংলাদেশ অংশে থাকা সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে কোনো পণ্য দুপুরের পর থেকে সিলেটে আসেনি। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বাংলাদেশি পণ্য বয়কটের ঘোষণাও দেন।
এদিকে, সোমবার বেলা তিনটায় জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক-সম্প্রীতিবিষয়ক এক সভা হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা তাসলিমের সভাপতিত্বে ওই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।