জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় যোগ দিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা জিয়া মঞ্চ। আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্ল্যাহ বুলু।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় জিয়া মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহব্বায়ক রেজাউল করিম এবং সদস্য সচিব মোহাম্মদ জাবেদ খান, আদাবর থানা মোহাম্মদপুর এর আহব্বায়ক জাহিদুর ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারন করে সবাইকে একত্রে কাজ করে যেতে হবে। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একত্রিত ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব। আজ আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই।