রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১২ জানুয়ারি) সকালের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার গণমাধ্যমে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি গাড়ীর পাশাপাশি ১২টি ওয়ার্কসপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, সকাল ৮টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পৌঁছায় তাদের তিনটি ইউনিট। সকাল ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।