ঢাকা
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:১১
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৫
আপডেট: জানুয়ারি ২৭, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৫

ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে সতর্ক করলো মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে প্রতারকরা ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে জানিয়ে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রোববার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে।

এতে বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের টিকিট কালোবাজারে বিক্রির মাধ্যমে যাত্রী হয়রানি ও প্রতারণা প্রতিরোধে সর্বসাধারণকে রেল সেবা অ্যাপ অথবা সরাসরি রেল স্টেশনের টিকেট কাউন্টার থেকে টিকিট ক্রয়ের জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram