ঢাকা
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৭
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫
আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

কুমিল্লা সীমান্তে বেড়া তুলছে বিএসএফ, বিজিবির টহল জোরদার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা সীমান্তে পুকুরের পাড়ে সীমান্ত বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্ত একটি পুকুর পাড়ে এই বেড়া তুলছে বিএসএফ।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে আর বাকী একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, ভারতীয়রা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। তবে, এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

সীমান্ত পিলারের দেড়শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, দেড়শো গজের ভিতরে সীমান্ত বেড়া দেওয়া আইনত দন্ডনীয় হলেও ভারতীয়রা ২০/৩০ গজ ভিতরে বেড়া করছে। তবে, বিজিবির দাবি, নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে বাধা দেওয়া হবে।’

এছাড়াও, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে আরো বলেন, সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। সীমান্ত না ছাড়লে গুলি করারও হুমকি দেয়।

শাহপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, আমরা আগে শুনতাম দেড়শ গজের ভিতরে কোন তারকাঁটা বেড়া দেওয়া যাবে না। কিন্তু ভারতীয়রা এখন মাত্র ২০ গজের মধ্যেই তারকাঁটা বেড়া দিচ্ছে। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেই বিএসএফ ওই পাশ থেকে বন্দুক তাঁক করে আমাদেরকে গুলি করার হুমকি দেয়। সীমান্ত থেকে না চলে গেলে তারা আমাদেরকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। কোনো পাবলিক ওইখানে গেলে তারা বলে "যাও আউট, নইলে গুলি করবো"।

আরেকজন স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, আমরা এলাকাবাসীরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দিচ্ছে, তারা (বিএসএফ) আমাদেরকে সেই সুযোগও দিচ্ছে না। গুলি দেখিয়ে আমাদেরকে সরে যেতে বলেন। ২০ গজের মধ্যে বেড়া দিলে তো আমরা এলাকাবাসীরা বিপদে পড়বো, কারণ এখান দিয়ে তখন হাঁটাচলাও করা যাবে না। আমাদের জমি আছে। এগুলো আমরা ব্যবহার করতে পারব না। ভারতীয়রা জোরপূর্বক এই কাজ করছে।

এদিকে সরেজমিন কুমিল্লা সীমান্তে দেখা গেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এছাড়াও ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।

শাহপুর সীমান্তের পুকুরটির কাছে গিয়ে দেখা যায়, পুকুরটির কাছেই বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ।

এই বিষয়ে কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, আমরা অতিরিক্ত বিজিবি টইল জোরদার করেছি। এ বিষয়ে আমরা আজকে (সোমবার) বিকালে আনুষ্ঠানিক বক্তব্য দিবো।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram