

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘‘রোববার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগের দিন শনিবার তাপমাত্রা নেমে এসেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে।
তিনি আরও জানান, আগামী কয়েক দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। রাতের বেলা শীতের তীব্রতা বেশি অনুভূত হলেও দিনের বেলায় রোদের কারণে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া শেষ রাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

