ঢাকা
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩৫
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৬
আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৬

২ বছরের শিশুকে আটক করলো যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা আটক করে ২ বছরের এক শিশুকন্যাকে। তবে শুক্রবার বিকেলে শিশুটিকে আবার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে—বলেন পরিবারের আইনজীবী। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১টার দিকে এলভিস টিপান-এচেভেরিয়া ও তার ২ বছরের মেয়ে দোকান থেকে ফিরছিলেন। তখনই আইসিই সদস্যরা তাদের আটক করেন। পরিবারের আইনজীবীরা অভিযোগ করেছেন, আইসিই সদস্যদের কাছে কোনো ওয়ারেন্ট ছিল না।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ওই দিনই বাবাসহ ওই শিশুকে আটক করে টেক্সাসে পাঠিয়ে দিয়েছেন তারা।

শিশুটির বাবা এলভিস টিপান-এচেভেরিয়া এখনো ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে রয়েছেন বলে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিএনএনকে জানান পরিবারের আইনজীবী কিরা কেলি।

আদালতের নথিতে উল্লেখ করা হয়, বাবা ও মেয়ে দুজনই ইকুয়েডরের নাগরিক। নথি অনুযায়ী, শিশুটি নবজাতক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই মিনিয়াপলিসে বসবাস করছে এবং তার একটি আশ্রয় আবেদন বিচারাধীন রয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মিনিয়াপলিসে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন অভিযান ঘিরে ক্ষোভ বাড়ছে। চলতি সপ্তাহেই মিনিয়াপলিসে নিজ বাড়ির ড্রাইভওয়ে থেকে পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেহো রামোসকে ফেডারেল এজেন্টরা তুলে নেয়। পরে তাকেও বাবার সঙ্গে টেক্সাসের একটি পারিবারিক আটক কেন্দ্রে পাঠানো হয়, যেখানে তারা এখনো আটক রয়েছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram