

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সৌদি আরবে কর্তব্যরত অবস্থায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১ টা ও সৌদি সময় রাত ১০ টায় একটি ভবনের কাছে ইলেক্ট্রিক সংক্রান্ত কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ইপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি এলাকার নেওয়াজ আলীর পুত্র শফিক (৩০)। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।
তিনি ৭/৮ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং মাত্র কিছুদিন আগে ছুটিতে এসে ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে গিয়ে কাজ করছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে অভিবাসীদেরকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান (ওকাপ) এর আড়াইহাজার এলাকার ফিল্ড অফিসার সোবহান মিয়া জানান, লাশ দেশে আনার জন্য ওকাপ সরকারি নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছে।

