

'তারেক রহমানের নীতি ও রাজনীতি; সমকালীন বাংলাদেশ' শিরোনামে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে।
আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেমিনারটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ পার্লামেন্টে।
আয়োজক ভয়েস ফর বাংলাদেশ ইউক’র ফাউন্ডার আতাউল্যাহ ফারুক জানান, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং পেশাজীবীদের একত্রিত করাই এই আলোচনার মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ব্রিটিশ এমপি, হাউস অব লর্ডস সদস্য, মানবাধিকার-কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সেমিনারটিকে ঘিরে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
আয়োজকরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এমন আলোচনা ভবিষ্যতে নীতিনির্ধারণ ও কূটনৈতিক সংযোগে ইতিবাচক ভূমিকা রাখবে।

