

চাঁদা তোলাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ার চিংড়িজোনে দুই গ্রুপের গোলাগুলিতে একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত দুইজন। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (২৫ অক্টোবর) দিন জুড়েই চিংড়িজোন এলাকায় গোলাগুলি হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সিরাজুল ইসলাম নামের একজন।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর বাহিনীর একচ্ছত্র দাপট ছিলো চিংড়িজোনে। তবে ৫ আগস্টের পর তার বাহিনীর নেজাম উদ্দিনের সাথেই বিরোধ তৈরি হয়। পরে নেজাম আলাদা বাহিনী গড়ে তোলে। চিংড়ি ঘেরের চাঁদা তোলা নিয়েই তাদের মধ্যে এই গোলাগুলি হয়। খবর পেয়ে একজনকে আটক করে পুলিশ।

