মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে রুমান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত যুবক উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।
ইটনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গজারিয়া গ্রামের মৃগা ইউপি সদস্য জসিম উদ্দিন ও আওয়ামী লীগ নেতা করিম মিয়ার গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রবিবার (১২ অক্টোবর) দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।
খবর পেয়ে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে করিম মিয়ার পক্ষের (১) মিজান মিয়া ২৫, (২) আনোয়ার মিয়া ২৬, (৩) জাহাঙ্গীর মিয়া ২২ কে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জসিম মিয়ার পক্ষের (১) শাওন মিয়া ১৭, (২) রোমান মিয়া ২২ (৩) মাঈন উদ্দিন মিয়া (৩২) কে পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ হাসপাতালে জসিমের পক্ষের রোমান মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ইটনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।