লা লিগায় লেভান্তেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দুইয়ে থাকা বার্সার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান আরো পাকা করলো লস ব্লাঙ্কোসরা।
চলতি মৌসুমে লা লিগার প্রথম পাঁচ ম্যাচ জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার মাঠে লেভান্তেকে হারাতে পারলে সেটা আরো সুসংহত করার মিশন নিয়ে নামে গ্যালাক্টিকোরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দেয় রিয়াল।২৮ মিনিটেই চমৎকার গোলে দলকে এগিয়ে নিলেন ভিনিসিয়াস জুনিয়র।
মিনিট দশেক পর নতুন ঠিকানায় প্রথম গোলের দেখা পেলেন রিয়ালের আর্জেন্টাইন ইয়াং মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এই গোলেও জড়িয়ে আছে ব্রাজিলিয়ান ভিনিসিয়াসের নাম।
বিরতির আগে আরেকটি ভালো সুযোগ পান ভিনিসিউস। কাছ থেকে ওয়ান টু ওয়ানে তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক। তাতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় শাভি আলানসো শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে অদ্ভুত এক গোলে মিনিটে ব্যবধান কমায় লেভান্তে। রিয়ালের খেয়ালিপনায় হেডে জালে পাঠান ইত্তা ইয়ং।
এরপর ম্যাচের বাকিটায় চলে এমবাপে শো। ৬৪ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে লিড বাড়ান এমবাপে।
পরের দুই মিনিটের মধ্যেই দারুণ গোলে ব্যবধান ৪-১ করেন এই ফ্রেঞ্চ সুপারস্টার। তাতে এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা এম্বাপের গোল সংখ্যা এখন ৭টি।
এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।