বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রতিদিন এই মহানগর ঘিরে থাকে রাজনৈতিক দল, সংগঠন বা সরকারি দফতরের কোনো না কোনো কর্মসূচি। তাই সকালে বাসা থেকে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেয়াটাই বরং ভালো।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি আছে ইসলামী আন্দোলনের। নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।
খেলাফত মজলিস
জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর ৩টায় সমাবেশ হওয়ার কথা রয়েছে খেলাফত মজলিসের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
জামায়াতে ইসলামীর কর্মসূচি
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সন্ধ্যা সাড়ে ৬টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওয়াজ মাহফিলে অংশ নেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।