ঢাকা
৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৫
আপডেট: মার্চ ২৬, ২০২৫
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৫

ঈদ কেনাকাটা: মালয়েশিয়ায় বাংলাদেশি দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়দের ভিড়

পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। মঙ্গলবার (২৫ মার্চ) স্থানীয় বিপণিবিতানগুলো ক্রেতার পদচারণায় পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে মালয়েশিয়ার ঈদ বাজার।

যদিও রাজধানী কুয়ালালামপুরের অনেক বাসিন্দা আসন্ন ঈদুল ফিতর উদযাপনের জন্য তাদের নিজ শহরে ফিরে যেতে শুরু করেছেন। তবে, অনেকে এখনো রাজধানীতে রয়েছেন এবং শেষ সময়ে কেনাকাটা সেরে নিচ্ছেন।

ক্রেতাদের প্রধান পছন্দের জিনিসগুলির মধ্যে রয়েছে রায়া পোশাক যেমন: বাজু কুরং, বাজু মেলায়ু, টুডুং এবং সোংকোক।

রমজানের শুরুতে, দেশটির জাতীয় তথ্য প্রচার কেন্দ্র (নাদি) ‘বাজার রায়া’ হল স্মার্ট সার্ভিসেস-এর অধীনে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তাদের ক্ষমতায়নে সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন বলছে, এই উদ্যোগটি ব্যবসায়িক উন্নয়ন বৃদ্ধি ও প্রতিযোগিতা জোরদার করা।

এমসিএমসি এক বিবৃতিতে জানিয়েছে, হারি রায়া ঈদুল ফিতর উদযাপনের পূর্বে উদ্যোক্তারা তাদের পণ্য বাজারজাত করতে এবং স্থানীয়দের কাছে তাদের ব্যবসার পরিচয় করিয়ে দিতে সরকারের এই যুগান্তকারি উদ্যোগ।

এদিকে, কেনাকাটার জন্য জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত বেশ কয়েকটি শপিংমল সোমবার ঘুরে দেখা যায়, প্রতিটি শপিংমলে ক্রেতাদের ভিড়। ইফতারের পর ভিড় আরও বেড়ে যায়।

কুয়ালালামপুরের সগো শপিংমলের বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আউটলেটের সহকারী ব্যবস্থাপক অ্যামি আরিফিন বলেন, শেষ সময়ে ক্রেতাদের ভিড় উৎসবের বাতাস বয়ে এনেছে।

জেকেল মলে মা বাবা ভাই বোনদের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছেন নূর ফাতিন আমিরা। তিনি জানান, বাড়ি ফেরার আগে ঈদের কেনাকাটা সারছেন তিনি।

আমিরা বলেন, আলহামদুলিল্লাহ! এবারের প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি। উৎসবমুখর পরিবেশে পরিবারের সবার জন্য কেনাকাট করছি। অনেক দোকানে প্রায় ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য কেনা যাচ্ছে।

এদিকে, মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও ভিড় করছেন পছন্দের পোশাক কিনতে। কেনাকাটার জন্য প্রবাসীরা ভিড় করছেন কুয়ালালামপুরের বড় বড় ফ্যাশন হাউজে।
প্রবাসে থেকেও পছন্দের দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসীরা।

নেত্রকোনার ইমামুল (২৬) নতুন কলিং ভিসায় মালয়েশিয়া এসেছেন। ইমামুল নিজের জন্য শার্ট আর প্যান্ট কিনেছেন। পাশাপাশি দেশে থাকা মা বোনদের ঈদের জামা কেনার জন্য টাকা পাঠিয়েছেন।

ইমামুল বলেন, পরিবার ছাড়া এই প্রথম দেশের বাইরে ঈদ করবেন। মিস করছি পরিবারের সবাইকে। পরিবার পরিজনরা খুশি মত ঈদ করতে পারলেই আমার আনন্দ।

তার মতো অনেকেই দেশে থাকা তাদের পরিবার ও স্বজনদের টাকা পাঠিয়েছেন। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিক্রেতাদের আশা, সামনে এ চাহিদা আরও বাড়বে। প্রবাসীদের কথা চিন্তা করে ঈদ উপলক্ষে এবার বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে বিশেষ মূল্যছাড়।

বিক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতে ঈদ বাজারে আরও বড় পরিসরে দেশীয় পোশাক আনার কথা জানান প্রবাসি ব্যবসায়ীরা।

কেনাঙ্গা শপিং মলের (হানতুয়া) কাপড় ব্যবসায়ী আনোয়ার বলেন, ঈদের শেষ মুহূর্তে বিক্রি বাড়াতে বেশ কয়েকটি পণ্য আকর্ষণীয় ছাড় দিয়েছি। শেষ মুহূর্তে আরও বেশি ক্রেতা সমাগম ঘটবে বলে আশা ব্যবসাীদের।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram