মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় টানা ৯ ঘন্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে।
আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্য রাত থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘণ কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে গেলে নৌ দূর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে বরকত, কপোতী, খান জাহান আলী ও চিত্রা নামে চারটি ফেরি।
এছাড়া পাটুরিয়াঘাটে ৬টি ও দৌলতদিয়াঘাটে ৪টি ফেরি এবং আরিচাঘাটে আরও তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকিয়ে রাখা হয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন।
সকাল সাড়ে ১০টায় ঘণ কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় দুই নৌ রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে যাত্রীবাহী বাসসহ ব্যক্তিগত যানবাহন প্রাইভেটকার, মাইক্রোবাস,অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পন্যবাহী ট্রাক পারাপার করা হবে।