প্যারিস অলিম্পিকে আজ রয়েছে ১২টি স্বর্ণ পদকের লড়াই। চীনকে টপকে এখন পর্যন্ত স্বর্ণ পদক তালিকার শীর্ষে আছে জাপান।
৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ মোট ১২টি পদক নিয়ে এখন পর্যন্ত এক নম্বরে আছে জাপান। আর ৫টি স্বর্ণ নিয়ে ১৬টি পদকে দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক ফ্রান্স।
চীনের অবস্থান এখন তৃতীয়। অলিম্পিকের প্রথম দুই দিন শীর্ষ স্থান ধরে রাখলেও এখন তারা রয়েছে তৃতীয় স্থানে। ৫টি স্বর্ণ নিয়ে অস্ট্রেলিয়া আছে চতুর্থ স্থানে।
আর সমান সংখ্যক স্বর্ণ থাকলেও পদক তালিকায় পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। অবশ্য মোট পদক সংখ্যায় যুক্তরাষ্ট্রই ওপরে। এখন পর্যন্ত ৩টিসহ সোনাসহ মোট ২০টি পদক জিতেছে তারা।
অলিম্পিকে আজ ১২টি স্বর্ণ পদকের লড়াই। দুপুর ১২টায় দিনের প্রথম সোনার খেলা হবে পুরুষদের ট্রায়ালথনে। বেলা দেড়টায় শ্যুটিং ইভেন্টে মিশ্র দ্বৈতের ফাইনাল। সন্ধ্যায় টেবিল টেনিস আর রাত ৯টার পর জুডোতে স্বর্ণপদকের লড়াই।
রাতে মেয়েদের ১০০ মি. ব্যাকস্ট্রোক, পুরুষ ৮০০ মি. ফ্রিস্টাইল ও পুরুষ ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ফাইনাল দেখা যাবে রাতে।