হবিগঞ্জ প্রতিনিধি: চা শ্রমিকদের জন্য আসা প্রধানমন্ত্রীর অনুদানের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় বুধবার (১০ জুলাই) হবিগঞ্জের মাধবপুর থানায় চাঁদাবাজির মামলা দায়ের হলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তাররা হলেন- মাধবপুরে নোয়াপাড়া ইউপির ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ, ৫নং ওয়ার্ড সদস্য বাবুল রেলী ও তার ছেলে লিটন রেলী।
জানা গেছে, নোয়াপাড়া ইউনিয়নের ১ হাজার ৪০০ চা শ্রমিক মাথাপিছু ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান পাওয়ার কথা। সেই টাকা ধারাবাহিকভাবে উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং একাউন্টে জমা হচ্ছিল।
মামলায় অভিযোগ করা হয়, ইউপি সদস্য দুলাল ঘোষ, বাবুল রেলী ও লিটন রেলী শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে প্রধানমন্ত্রীর অনুদানের ৫শ’/১ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন। এ ঘটনায় অভিরাম বুনর্জী মাধবপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ মাসুদ জানান, গ্রেপ্তার তিনজনসহ আসামীরা চা শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে প্রধানমন্ত্রীর অনুদান থেকে প্রাপ্ত তাদের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রতারণার অভিযোগে দায়ের করা এ মামলায় ৫ জনের নাম উল্লেখ এবং আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়। গ্রেপ্তার তিনজনকে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানিয়েছেন।