

ঢাকা ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের উদ্যোগে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে লেটস রান উইথ ঢাকা ১৫ ম্যারাথন। এতে অংশ নেয় শতাধিক দৌড়বিদ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৭টা নাগাদ এই ম্যারাথন শুরু হয় মিরপুর ১৩ এর এসওএস হারমান মেরিনার কলেজের সামনে থেকে। যা কচুক্ষেত মোড় প্রদক্ষিণ করে মিরপুর ১০ নম্বর হয়ে আবার মিরপুর ১৩তে এসে শেষ হয়।
এর আগে, উদ্বোধনী পর্বে আয়োজক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে কেক কেটে উদযাপন নিষিদ্ধ। তাই যবু সমাজকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপি মনোনীত ঢাকা ১৬ আসনের প্রার্থী আমিনুল ইসলাম বলেন, বিএনপির ৩১ দফাই বাংলাদেশের ভবিষ্যৎ। এ সময়, তিনি আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

