ঢাকা
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগ: জয় পেলেও শেষ ষোলোয় জায়গা হয়নি রিয়ালের, টিকে গেলো ম্যানসিটি

প্রায় চার মাস ধরে চলা নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের সমাপ্তি হলো আজ রাতে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে গত রাতে মাঠে নেমেছিলো সবক’টি দল। বাংলাদেশ সময় রাত ২টায় একসঙ্গে শুরু হয় ১৮টি ম্যাচ, ইউরোপজুড়ে চলে চ্যাম্পিয়ন্স লিগ উৎসব।

আগেই শেষ ষোলো নিশ্চিত করে রেখেছিল লিভারপুল ও বার্সেলোনা। অপেক্ষা ছিল শেষ ষোলোয় এই দুই দলের সঙ্গে কোন ছয় দল সরাসরি উত্তীর্ণ হয় সেটা দেখার। সেই তালিকায় আজ অবশ্য সামান্যই অদল-বদল হয়েছে। তবে ‘চ্যাম্পিয়নস লিগের রাজা’ খ্যাত রিয়াল মাদ্রিদ সেরা আটে জায়গা করে নিতে পারেনি।

অন্যদিকে বাদ পড়ার অপেক্ষায় থাকা ম্যানসিটি ক্লাব ব্রুগাকে ৩-১ গোলে হারিয়ে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন। জয় পেয়েছে রিয়াল, পিএসজি, ইন্টার, আর্সেনালের মতো দলগুলো। তবে, এবারের আসরে প্রথম হারের স্বাদ পেলো লিভারপুল আর ড্র করেছে বার্সেলোনা।

হারলেই চ্যাম্পিয়ন্স লিগের রবিন লিগ থেকে বিদায় এমন সমীকরণ নিয়ে ঘরের মাঠে বেলজিয়ান ক্লাব ব্রুগাকে আতিথ্য দেয় ম্যানসিটি। ব্রুগার কাউন্টার অ্যাটাক ফর্মুলায় পরাস্ত হয়ে ৪৫ মিনিটে পিছিয়ে যায় সিটি। গোল করেন রাফায়েল ওনিয়েদিকা।

তবে দ্বিতীয়ার্ধে একাদশে বদল এনে কৌশল পাল্টান পেপ গার্দিওলা। সুফল মেলে দ্রুত। ৫৩ মিনিটে কোভাসিচের গোলে সমতা আনে সিটিজেনরা। ৬২ মিনিটে সিটির আক্রমন ঠেকাতে আত্মঘাতী গোল করে ব্রুগা। ম্যাচের ৭৭ মিনিটে বদলী হিসেবে নামা সাভিনিওর ছোঁয়ায় স্বস্তির ৩-১ গোলের জয়ে প্লে অফে যায় সিটি। প্লে অফে সিটির প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ। তবে হারলেও প্লে অফে জায়গা পেয়েছে ব্রুগা।

সিটির মতো একই সমিকরণ নিয়ে মাঠে নেমেছিলো পিএসজি। তবে জার্মান ক্লাব স্টুটগার্ডেরে বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় ফ্রান্সের চ্যাম্পিয়নরা। ৬ মিনিটে বার্কোলার গোলে প্রথম লিড নেয় পিএসজি। এরপর আলো কেড়ে নেন ওসমান ডেমবেলে। ১৭, ৩৫ ও ৫৪ মিনিটে ৩ গোল করে পূর্ন করেন হ্যাটট্রিক। ম্যাচে ৭৭ মিনিটে একটি আত্মঘাতি গোল করলেও ৪-১ গোলের সহজ জয়ে ১৫ নম্বর স্পটে থেকে প্লে অফ নিশ্চিত করে পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান সমীকরণ:

প্লে অফ আগেই নিশ্চিত ছিলো চ্যাম্পিয়নস লিগের রাজাদের। কিন্তু নিজেদের জয়ের পাশাপাশি অন্য ম্যাচের সমিকরণ মিললে সরাসরি শেষ ষোলতে জায়গা পাবার কঠিন সমিকরণ নিয়ে ফরাসি ক্লাব ব্রেস্তের আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় চ্যাম্পিয়নরা। ২৭ মিনিটে ইনফর্ম রদ্রিগোর গোলে লিড নেয় রিয়াল। ৫৬ মিনিটে জুড বেলিংহ্যাম, আর ৭৮ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে রিয়ালের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন রদ্রিগো। তবে জয় পেলেও সরাসরি কোয়ালিফাই করতে পারেনি লস ব্লাঙ্কোসরা।

আগেই চ্যাম্পিন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করা বার্সেলোনা রাতে মুখোমুখি হয় আটালান্টার। ম্যাচের ৪৭ মিনিটে ইয়ামালের গোলে লিড নেয় বার্সা। তবে এডারসনের গোলে ৬৭ মিনিটে সমতা আনে আটালান্টা। ৭২ মিনিটে আরাউহো আবারে এগিয়ে দেয় বার্সাকে। তবে পাসালিকের গোলে ড্র আদায় করে নেয় ইতালিয়ান ক্লাবটি।

সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা লিভারপুল প্রথম হারের লজ্জা পেলো। ২৮ মিনিটে গ্যাকপোর গোলে প্রথম লিড নেয় অলরেডরা। তবে ৩৫ মিনিটে বাকাইয়েকো সমতায় ফেরায় পিএসভিকে। ৪০ মিনিটে আবারও লিভারপুলকে এগিয়ে দেন এলিয়ট। কিন্তু ৪৫ মিনিটে ইসমাইল সাইবারি আর প্রথমার্ধের ইনজুরি সময়ে পেপির গোলে ৩-২ গোলে জয় পায় ডাচ ক্লাবটি।

অর্থাৎ প্রথম পর্ব থেকে বিদায় নিলো দিনামো জাগরেভ, স্টুর্টগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram