ঢাকা
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৮
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৪
আপডেট: অক্টোবর ১, ২০২৪
প্রকাশিত : অক্টোবর ১, ২০২৪

আন্তর্জাতিক ফুটবলকে হঠাৎ বিদায় বলে দিলেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান

আন্তর্জাতিক ফুটবলকে হঠাৎ বিদায় বলে দিলেন ফরাসি ফরোয়ার্ড ও আতলেতিকো মাদ্রিদ তারকা গ্রিজমান! তার অবসরের ঘোষণা এখনো বিশ্বাস করতে পারছেন না ফ্রেঞ্চরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ নেশনস লিগ জিতেছেন এ তারকা ফরোয়ার্ড। ৩৩ বছর বয়সী গ্রিজমান জাতীয় দলের হয়ে ১৩৭ ম্যাচ খেলে ৪৪টি গোল করেছেন, গোলের যোগান দিয়েছেন ৩৩টি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘দশ বছরের এক অনন্য সফর! নানা প্রতিবন্ধকতা- প্রতিকূলতা, সাফল্য এবং কখনো ভুলতে না পারার মতো মুহূর্তগুলোর পর; এখন সময় হয়েছে জীবনের পরের অধ্যায়ে যাওয়ার।সেই সাথে, নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেয়ার।’

তিনি আরও বলেন, জীবনের এই অধ্যায়ের ইতি টানছি। এমন অসাধারণ যাত্রার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। ফ্রান্সের জার্সি গায়ে জড়ানো ছিলো আমার জন্য সবচেয়ে সম্মান ও গৌরবের।’

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram