ফেবারিটের তকমা নিয়েই ওসাসুনার মাঠে নামে বার্সেলোনা। তবে স্বাগতিকদের পরিকল্পিত আক্রমণে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় কাতালানরা। ম্যাচের ১৮তম মিনিটে ডেডলক ভাঙে ওসাসুনা। ব্রায়ানের ক্রস থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন আন্তে বুদিমির।
মিনিট দশেক পর, দ্বিতীয় গোল হজম করে বসে বার্সা। মাঝ মাঠ থেকে বল পেয়ে পাস দেন পাবলো ইবানেজ। দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান স্প্যানিয়ার্ড উইঙ্গার ব্রায়ান।
বিরতির পর খেলার ৫৩ মিনিটে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পাও ভিক্টোরের নেয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে বল চলে যায় জালে।
ম্যাচের ৭২ মিনিটে, সফল স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল আদায়ের সাথে ওসাসুনাকে আরও একধাপ এগিয়ে নেন বুদিমির। এরপর ৮৫ মিনিটে, বক্সের বাইরে থেকে বল পেয়ে দারুণ শটে স্কোর লাইন ৪-১ করেন আবেল ব্রেতোনেস। অন্যদিকে, খেলার শেষ মুহূর্তে লামিন ইয়ামালের গোলে হারের ব্যবধান কমায় বার্সেলোনা।