ঢাকা
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৭
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪

বুন্দেসলিগায় লেভারকুজেনের সাথে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ

জার্মান বুন্দেসলিগায় টানা চার ম্যাচে জয়ের পর পয়েন্ট হারালো বায়ার্ন মিউনিখ। শিরোপা পুনরুদ্ধারের মিশনে বায়ার লেভারকুজেনের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা।

বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়, ম্যাচের ৩১ মিনিটে, স্বাগতিকদের হতাশ করে বায়ার লেভারকুজেন-কে ১-০ গোলে লিড এনে দেন রবার্ট এন্ডরিচ। বক্সের বাইরে থেকে জার্মান মিডফিল্ডারের নেয়া বুলেট গতির ভলিতে এগিয়ে যায় সফরকারীরা।

ঠিক ৮ মিনিট পরেই সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। প্রায় ৩০ গজ দূর থেকে ডান পায়ের জোড়ালো শটে দলকে সমতায় ফেরান জার্মান মিডফিল্ডার পাভলোভিচ।

এরপর ম্যাচে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ এলে-ও তা লুফে নিতে পারেনি স্বাগতিকরা। তবে, ম্যাচের দ্বিতীয়ার্ধে-ও অব্যাহত থাকে লেভারকুজেনের আক্রমণের ধরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে, পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram