পাকিস্তান সফরে গিয়ে স্বাগতিকদের টেস্টে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার দ্বিপাক্ষিক সিরিজে ভারত মিশন টাইগারদের। সেখানে যাওয়ার আগে অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড গিয়েছেন। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলবেন সাকিব। দলের অন্যান্য খেলোয়াড়রা পাকিস্তান থেকে দেশে ফিরে আসলেও সাকিব আসেননি। কাউন্টিতে খেলবেন বলেই আসেননি দলের সঙ্গে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সারের হয়ে একটি চার দিনের ম্যাচে নামছেন সাকিব আল হাসান। তার দল সারে মুখোমুখি হবে সমারসেটের। বাংলাদেশ সময় বিকেল ৪টায় টন্টনে শুরু হবে ম্যাচটির প্রতিদিনের খেলা।
সারের হয়ে কাউন্টিতে ওপেন করেন ইংল্যান্ড জাতীয় দলে খেলা দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। বার্নস ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন ৩২টি, সিবলি ২২টি। সারের সর্বশেষ ম্যাচে নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছেন বার্নস। সাকিবের দলের অধিনায়কও তিনি।
এই টন্টন স্টেডিয়ামে একটি সেঞ্চুরি আছে সাকিবের। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। রান করেছেন ৪১২, উইকেট নিয়েছেন ৪২টি।
উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে। ওই সফরের দলে থাকবেন সাকিবও।