

দক্ষিণ লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে কমপক্ষে ১৩ জনের।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ- আইডিএফ দু'পক্ষই নিশ্চিত করেছে বিষয়টি।
বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম 'আলজাজিরা'।
মঙ্গলবার (১৮ নভেম্বর) হয় এই হামলা। এর একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। ক্যাম্পের মসজিদের পাশে পার্ক করা একটি গাড়ি লক্ষ্য করে চালানো হয় হামলা।
তেলআবিবের দাবি, স্থানটিতে অবস্থান করছিলেন হামাস সদস্যরা। অবশ্য এমন দাবি অস্বীকার করেছে মুক্তিকামী গোষ্ঠীটি। ক্যাম্পটি লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী কেন্দ্র। যুদ্ধবিরতি চললেও প্রায় প্রতিনিয়তই তা লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

