ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৫
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫
আপডেট: জানুয়ারি ৩০, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহিনী বিমানটিতে ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংস্থা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘আমরা জানি যে এতে প্রাণহানি ঘটেছে’। যদিও তিনি কতজনের প্রাণহানি হয়েছে তা বলেননি।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রিগ্যানের দিকে যাওয়ার সময় আকাশেই পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে কটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে।

এফএএ-এর তথ্য অনুযায়ী, পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট-৫৩৪২ পরিচালনা করছিল, যেটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।

২০০৯ সালের ফেব্রুয়ারির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটেনি, তবে সাম্প্রতিক বছরগুলিতে ছোটখাটো দুর্ঘটনাগুলি গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

আমেরিকান এয়ারলাইন্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, পিএসএ পরিচালিত আমেরিকান ঈগল ফ্লাই- ৫৩৪২, উইচিটা, ক্যানসাস থেকে ওয়াশিংটন রিগ্যান জাতীয় বিমানবন্দরে যাওয়ার পথে একটি দুর্ঘটনায় পড়ার খবর সম্পর্কে অবগত।

বুধবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা বিমান দুর্ঘটনার খবর পাওয়ায় সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেয়া হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram